
জীবন বদলাতে হয়। বদলানোর জন্য উদ্যেগ নিতে হয়৷ যেটা আমার অভাব।
মতিঝিলে একজন ব্যাংক কর্মকর্তার গাড়ীর ড্রাইভারকে দেখে সেটা শিখতে শুরু করেছি। ড্রাইভার নিজের মালিককে নামিয়ে দিয়ে গাড়ীটাকে অস্থায়ী দোকান বানিয়ে ফেলেন। ফুটপাতের জায়গা নষ্ট না করেই তিনি সাজিয়ে বসেন কাপড়ের পসরা। কাস্টমারও মেলে। কম বাজেটের অনেকেই গাড়ী দোকান থেকে কিনে নেন জামা কাপড়।
গাড়ীর মালিক তাকে এ নিয়ে কখনোই কিছু বলেনা। চারটে বাড়তি পয়সার জন্য মানুষ কত কি করে! আবার কেউ কেউ এমন ভাবেই করে যা হয়ে উঠে উদাহরণ। এই গাড়ীর মালিক+ড্রাইভার দুজনেই দারুণ একটা কম্বিনেশন সেট করেছেন। হাত পা থাকতে একটু নাড়ালে আর পয়সার একটু ব্যাকআপ থাকলেই প্রত্যেক মানুষই পারে বদলানোর গল্পের লেখক হতে।