বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার সিএসই, সিএস, আইটি গ্র্যাজুয়েট বের হয়, কিন্তু ১০% এর ও কম প্রোগ্রামিং এ আসে।

এই ১০% এর মধ্যে ২-৩% সফটওয়্যার ডেভেলপমেন্ট এ আসে, আর বাকিরা ওয়েব ডেভেলপমেন্ট (ওয়ার্ডপ্রেস, জুমলা, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি) এ আসে। বাকি ৯০% অন্য সেকটর এ জবে চলে যায়।

রেশিও কিছুটা কম বেশি হতে পারে, কিন্তু খুব বেশি +- হবেনা।

আমার প্রশ্ন আপনি কেন আইটি তে পড়লেন? যেভাবেই হোক যেহেতু পড়েছেন, সেটাকে কাজে লাগাতে চাইলে কাজে লাগাতে পারেন।

আইটি সেক্টর সমুদ্র নয়, এটি একটি মহা সমুদ্রের চেয়ে অনেক বড় কিছু, যার একূল আছে, অকূল নেই। আপনার প্রোগ্রামিং করতে যদি ভালো না লাগে, আপনি অন্য অপশন গুলো নিতে পারেন, এখন ক্লাউড কম্পিউটিং এর যুগ, আপনি ক্লাউড এ নিজেকে এক্সপার্ট করতে পারেন, সব কিছুতেই হালকা পাতলা কোডিং আছে, যা আপনি সহজেই আয়ত্ব করতে পারবেন। ব্লকচেইন আছে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আছে, এরকম হাজারো অপশন রয়েছে। কিন্তু মনে রাখবেন, কোনটাই সহজ নয়, বা সহজে আয়ত্ব করার মত জিনিষ নয়। কেন ডক্টর, ইঞ্জিনীয়ার, আইটি প্রফেশন কে প্রথম কাতারে রাখেন জানেন? কারণ এখানে শিখার কোন শেষ নেই, আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে, পড়তে হবে, নাহলে আপনি হারিয়ে যাবেন।

আপনি কম্পিউটার সায়েন্স এ পড়েছেন বলেই আপনি নিজেকে কম্পিউটার ইঞ্জিনীয়ার বলে বেড়াচ্ছেন, তাহলে যে মানুষটা জীবনের অসংখ্য বছর এর পেছনে ব্যয় করেছে, তাকে আপনি কী বলবেন?

আপনি সিএসই তে পড়া মানে আপনি একজন সিএস গ্র্যাজুয়েট, আপনি নিজেকে সে পরিচয় টাই দেন, আপনি ভাবছেন “সিএস গ্র্যাজুয়েট” এর চেয়ে “কম্পিউটার ইঞ্জিনীয়ার” মনেহয় বেশি আপনাকে সম্মান দিবে, কিন্তু এটা ভুল। আপনি নিজে একজন কোডার ই না, অথচ আপনি নিজেকে “সফটওয়্যার ইঞ্জিনীয়ার” বলে বেড়াচ্ছেন, এটা কতটা আন ইথিক্যাল, তা আপনি বুঝলে নিজেকে সেভাবে পরিচয় দিতেননা। একজন সফটওয়্যার ইঞ্জিনীয়ার হওয়ার আগে অনেক গুলো ধাপ রয়েছে, তাই নিজেকে এরকম পরিচয় দিয়েননা। বরং এগুলো বলে নিজেকে মানুষের কাছে ছোট করছেন। বিষয়টা অনেকটা এরকম কেউ ৫-৭ বছর পড়ালেখা করে নামের আগে ডাক্তার ব্যবহার করছে, আবার কেউ ৩-৬ মাসের কোর্স করে ও নামের আগে ডাক্টার ব্যবহার করছে।

আমি বলবো যারা এখনো নিজের ক্যারিয়ার ঠিক করতে পারেননি, কোডিং ভালো লাগেনা, তাদের জন্য এই অপশন গুলো আশির্বাদ হতে পারে।

১- ক্লাউড কম্পিউটিং (AWS, AZURE)

২- এআই, মেশিন লার্ণিং

৩- গেম অ্যানালাইটিক্স (ইসলামের দিকে দিয়ে এটা না করাই ভালো)

৪- নেটওয়ার্ক ইঞ্জিনীয়ার

৫- ডেটা অ্যানালাইটিক্স

৬- সফটওয়্যার টেস্টিং

৭- আইটি সাপোর্ট স্পেশালিষ্ট

৮- প্রজেক্ট ম্যানেজমেন্ট

৯- কিউএ অ্যানালাইটিক্স

১০- সিস্টেম অ্যানালিষ্ট

১১- ব্লকচেইন

১২- আইওটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *